সোমবার, ১১ নভেম্বর, ২০১৩

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় ট্রাক খাদে পড়ে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অপর একজন।



রোববার রাত ১টার দিকে মহাসড়কের বড়গোজা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষনিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে ঢাকা থেকে নাটোরে যাচ্ছিল একটি ট্রাক। রাত পৌনে ১টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার বড়গোজা নামক স্থানে পৌঁছলে ট্রাকটির সামনের চাকার পাতি ভেঙ্গে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকটির চালকসহ আরো তিনজন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় অপর একজন। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে ও আহতকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলি ফরিদ আহমেদ দুর্ঘটনায় তিনজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।