৩১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭২ সালের ৩১ অক্টোবর পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ, স্বৈরাচার অসাম্প্রদায়িকতা এবং সাম্যবাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের অঙ্গীকার নিয়ে সিদ্দিক মাস্টারের লাশকে সামনে রেখে জাসদ জন্ম লাভ করে।
বর্তমানে স্বাধীনতার ৪১ বছর পর নতুনভাবে স্বাধীনতাবিরোধী ঘাতক জামায়াত শিবিরের উত্থান এবং নারকীয় হত্যাযজ্ঞ, জ্বালাও পোড়াও ইত্যাদি গোটা জাতি স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্র সংবিধানকে সংকটে ফেলেছে। এই সংকট থেকে উত্তরণের জন্য মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তির দৃঢ় ঐক্য এবং তার রাজপথে দখল নেয়া জরুরী।