শনিবার, ২৮ জুলাই, ২০১৮

দলের নেতৃবৃন্দের নামে বিরুদ্ধাচারন না করে, বর্তমান সরকারের উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরুন- মীর মোশারফ

বেলকুচি প্রতিনিধিঃ দলের নেতৃবৃন্দের নামে বিরুদ্ধাচারন করে কাদা ছোড়াছুড়ি না করে, বর্তমান সরকারের উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরার আহ্বান জানিয়ে সিরাজগঞ্জ -৫ (বেলকুচি-চৌহালী) আসনে দলের মনোনয়ন প্রত্যাশী, ঢাকা মহানগর বনানী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, ২১শে আগস্ট গ্রেনেড হামলার স্বীকার সাবেক তুখোড় ছাত্রলীগ নেতা মীর মোশারফ হোসেন বলেন, স্থানীয় ভাবে কারো সমালোচনা না করে শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরতে দলীয় নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান। 
শনিবার (২৮ জুলাই) দুপুরে এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব বলেন। এসময় তিনি আরো বলেন, মনোনয়ন দেওয়ার মালিক একমাত্র শেখ হাসিনা।তৃনমুলের সকল তথ্যই নেত্রীর কাছে আছে, তিনি নিশ্চিয় যোগ্য ব্যক্তিকেই নৌকার হাল ধরতে দিবেন। নেত্রী যাকেই মনোনয়ন দেবেন তার জন্যই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আমাদের কাজ নৌকার পক্ষে জনমত গড়ে তোলা। নেত্রী এখন বিশ্ব নেত্রী। তার হাতে দেশ ও জাতি নিরাপদ, যে কারনে দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। 
এনায়েতপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ বজলুর রশিদের সভাপতিত্বে এসময় জেলা পরিষদ সদস্য শাহজাহান আলী, থানা আ’লীগের সাধারন সম্পাদক আজগর আলী বিএসসি, সহসভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু, সদিয়া চাঁদপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ, যুগ্ম-সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক শওকত আলী, এবিএম শামীম হক, আলহাজ আলী, খুকনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আফাজ উদ্দিন,  বনানী থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম আজম ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সেলিম, বেলকুচি উপজেলা আওয়ামীগের সদস্য আব্দুল হাকিম, বেলকুচি পৌর আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মীর সেরাজুল ইসলাম, রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বদর তালুকদার, উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মোতাহার হোসেন সরকার, উপজেলা যুবলীগের যুগ্ন-আহব্বায়ক তারেক সরকার প্রমুখ বক্তব্য রাখেন। 

সকাল থেকে গভীর রাত পর্যন্ত মীর মোশারফ হোসেন নৌকার ভোট ও দোয়া প্রার্থনা করে বেলকুচির দৌলতপুর, ধুকুরিয়াবেড়া, ভাঙ্গাবাড়ী সমেসপুরে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করেন। বিশাল মোটর সাইকেল শোভা যাত্রা বেলকুচি ও এনায়েতপুরের গুরুত্বপূর্ন সড়ক গুলো প্রদক্ষিণ করে। এসময় মীর মোশারফ হোসেনের জন্য সবাইকে দোয়া ও সমর্থন কামনা করে বিভিন্ন শ্লোগান দেয় নেতাকর্মীরা। 
এছাড়া দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাব হোসেনের সভাপতিত্বে দৌলতপুর বাজারে, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী খোরশেদ আলমের সভাপতিত্বে সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে, ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে জোকনালায় ও রাজাপুর ইউনিয়নের ভারপাপ্ত সভাপতি লালচাঁন প্রামানিকের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশী মীর মোশারফ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

সোমবার, ২৩ জুলাই, ২০১৮

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের ৫টি ইউনিট শাখার কমিটি অনুমোদন

সিরাজগঞ্জে ছাত্রলীগের ৫টি ইউনিট শাখার  স্থগিতাদেশ প্রত্যাহার করে নতুন কমিটি ১ বছরের জন্য অনুমোদন দিয়েছে নবনির্বাচিত জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ।

বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ রোববার (২৩ জুলাই) রাতে জানান, ছাত্রলীগের রাজনৈতিক ধারা অব্যাহত রাখতে, সংগঠনকে আরো সুসংগঠিত ও গতিশীল করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুঃনিশ্চিত করার লক্ষে জেলার বিভিন্ন ইউনিট শাখার কমিটি স্থগিতাদেশ প্রত্যাহার করে নতুন কমিটির অনুমোদন করা হয়েছে। জেলা ছাত্রলীগের অনুমোদিত ৫টি ইউনিট শাখার মধ্যে সিরাজগঞ্জ সরকারী কলেজ শাখা, সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট শাখা, শাহজাদপুর উপজেলা শাখা, কামারখন্দ উপজেলা শাখা ও হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজ শাখা। 

তিনি আরো জানান, কমিটি গঠনে ক্লিন ইমেজের সৎ ও মেধাবী ছাত্রদের প্রাধান্য দিয়েই নতুনদের নেতৃত্বে আনা হয়েছে। কমিটি গুলোতে যাদের নেতৃত্বে আনা হয়েছে তার হলেন সিরাজগঞ্জ সরকারী কলেজ শাখার সভাপতি পদে মোঃ রাশেদ খান, সাধারণ সম্পাদক পদে সুলতান মাহমুদ মুন্না, সহ-সভাপতি পদে মোঃ রাশিদুজ্জামান নিবিড় ও মোঃ সজিব শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ রেদাওয়ানুল হক সোহাগ ও মোঃ জিবন শেখ। 

সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট শাখার নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন খান, সাধারন সম্পাদক সাব্বির আহমেদ, সহ-সভাপতি মোঃ জুবায়ের শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রায়হান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ হৃদয় ও মোঃ আরিফুল ইসলাম। শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে মোঃ মারুফ হাসান সুনাম ও সাধারণ সম্পাদক পদে মোঃ রাসেল শেখ। কামারখন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে মোঃ পারভেজ রেজা পাভেল, সাধারণ সম্পাদক পদে মোঃ মামুন শেখ, সহ-সভাপতি মোঃ রাকিব সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনি, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শাদাত শাহরিয়ার শুভ। হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি পদে এনামুল হক বিজয় ও সাধারণ সম্পাদক পদে মাসুদ পারভেজ মুন্না।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।