রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর আহবান প্রকৌশলী তানভীর শাকিল(সাবেক এমপি)

পারভেজ আহমেদ, কাজিপুর প্রতিনিধিঃ ১৬ই ডিসেম্বর কাজিপুর উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন আমাদের যারা নতুন প্রজন্ম তাদের কাছে মুক্তিযুদ্ধর সঠিক তথ্য ও ইতিহাস তুলে ধরার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি অনুরোধ জানান। কারণ এখন যদি নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধর সঠিক ইতিহাস না জানে তবে ভবিষ্যতে যখন আপনারা থাকবেন না তখন যেন কোন যুদ্ধঅপরাধীর বংশধরা মুক্তিযুদ্ধর সঠিক ইতিহাসকে বিকৃতি করতে না পারে তাই এদেরকে এখনি সঠিক ইতিহাস যেনে রাখা প্রয়োজন।
উপস্থিত সন্মানিত মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যেভাবে আপনারা মুক্তিযুদ্ধে জয়লাভ করেছেন তেমনি আগামী নির্বাচনে শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে নৌকা মার্কাকে নির্বাচিত করে মুক্তিযুদ্ধর অপশক্তিকে আ বারের মত ভোটযুদ্ধে পরাজিত করতে হবে।উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত  অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক,উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, কাজিপুর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া,উপজেলা শিক্ষা অফিসার মাইনুল হক, উপজেলা ভাইজ চেয়ারম্যান বেলাল হোসেন সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মী  উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭

কাজিপুরের চরগিরিশ ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির সদস্যদেরকে ফুল দিয়ে বরণ

কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জর কাজিপুর দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী উপজেলার চরগিরিশ ইউনিয়ন শাখা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি হাসানুজ্জামান তরফদার অনিক, সাধারন সম্পাদক কামরুল হাসান, সহ সভাপতি মনিরুজ্জামান সিরাজী, যুগ্ন সম্পাদক বিপ্লব হোসেন, বেলাল হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন।

এসময় কাজিপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি শাহিন আলম, সাধারন সম্পাদক আলী আসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, জেলা ছাত্রলীগ সহ সভাপতি শাওন সহ উপজেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

শনিবার, ২ ডিসেম্বর, ২০১৭

বঙ্গবন্ধুর আদর্শে গড়ে উঠতে না পারলে ছাত্রলীগ করার দরকার নাই- সাবেক এমপি তানভীর শাকিল জয়

পারভেজ কাজিপুর :চরগিরিশ ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রকৌশলী তানভীর জয় ( সাবেক এমপি সিরাজগঞ্জ -১) বলেন যারা বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস না করে তাদের ছাত্রলীগ করার দরকার নেই।ছাত্রলীগ করতে হলে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে উঠতে হবে।এখন সরকার ক্ষমতাই আছে চাকরি আর কিছু সুবিধা পাওয়ার জন্য ছাত্রলীগের পদে আসার দরকার নাই।ছাত্রলীগ বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠক যা এশিয়া মহাদেশের একটি শক্তিশালী সংগঠক হিসাবে পরিচিত। তিনি আরো বলেন ছাত্রলীগের নতুন কমিটিতে যারা আসবেন তারা ছাত্রলীগের ঐতিহ্যকে ধরে রেখে অতীতের নেয় আগামীতে আন্দোলন সংগ্রামে শক্ত হাতে মোকাবেলা করার আহবান জানান।
এর আগে তিনি জোরবারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন শুভ উদ্ভোধন করেন। চরগিরিশ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহেদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতীথির বক্তবে তিনি এসব কথা বলেন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ি উপজেলার সাবেক এমপি ডা:মুরাদ হাসান। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল, কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রাহমান, যুগ্ন সা:সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া,উপজেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক,উপজেলা  ছাত্রলীগের সভাপতি- সাধারণ সম্পাদক, স্বেছাসেনকলীগের সাধারণ সম্পাদক সহ প্রমুখ।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।