মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬

সিরাজগঞ্জ প্রিমিয়ার ক্রিকেটলীগ টি-টোয়েন্টি ২০১৬ চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ টাইগার্স

সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ (এসপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টূর্নামেন্টের ফাইনালে সিরাজগঞ্জ সুপার কিংসকে ৫১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিরাজগঞ্জ টাইগার্স। সুদক্ষ ব্যাটিং ও দুর্দান্ত বোলিংয়ে দলের জয়ে অবদান রাখায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন মোহাম্মদ আশরাফুল। 

খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় টসে জিতে ব্যাটিং নেয় সিরাজগঞ্জ টাইগার্স। জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও জাতীয় দলের আরেক অল রাউন্ডার নাসির হোসেনের ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ বল খেলে ৪৩ রান করেন আশরাফুল ও দ্বিতীয় সর্বোচ্চ রান ৩২ (৪৪) আসে নাসির হোসেনের ব্যাট থেকে।

১৭.১ ওভারে সব কটি উইকেট হারিয়ে ৮১ রান করে সুপার কিংস। দৃঢ় ব্যাটিংয়ের পর বল হাতেও গর্জে ওঠেন আশরাফুল। তিনি ৪ ওভার বল করে মাত্র ৯ রানের বিনিময়ে ৪টি উইকেট লাভ করেন।  এছাড়াও স্থানীয় বোলার সাকিব ১৪ রানে ২টি ও মিলন ০ রানে ১টি ইউকেট লাভ করেন। ম্যান অব দ্যা ম্যাচ হন মোহাম্মদ আশরাফুল ও সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন সিরাজগঞ্জ স্টারের খেলোয়ার মনিরুজ্জামান লিটন।
 

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।