সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, মামলার পর অভিযুক্তদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি৷
শুক্রবার জুম্মার নামাজ শেষে মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও তার প্রতিবাদ করায় স্থানীয় যুবলীগ নেতাকর্মীদের মারধরের অভিযোগে একটি মসজিদের ইমামসহ ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সদর থানা যুবলীগের সদস্য শহিদুল ইসলাম শুক্রবার রাতে সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, শুক্রবার জুম্মার নামাজের পর মোনাজাতের সময় ছোনগাছা হাট জামে মসজিদের ইমাম দ্বীন মোহাম্মদ ওরফে নাজমুল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধে বিভিন্ন ধরনের কটুক্তি ও উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকেন। এ সময় তিনিসহ কয়েকজন প্রতিবাদ করায় আসামিরা মসজিদেই তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে মসজিদ থেকে বের হয়ে আসামিরা সংঘবদ্ধভাবে আবারও যুবলীগ নেতাকর্মীদের মারধর করেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও তার প্রতিবাদ করায় মারধরের ঘটনায় ২২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, রাতে মামলা দায়েরর পর অভিযুক্তদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত রয়েছে।